বিষাক্ত সেপটিক ট্যাংক: খুলনায় ২ শ্রমিকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১

বিষাক্ত সেপটিক ট্যাংক: খুলনায় ২ শ্রমিকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১

প্রতীকী ছবি

খুলনায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু ও একজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শনিবার বিকালে খালিশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম নাজির (২৮) ও সাদ্দাম (৩০)। নিহত ও আহতদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস জানান, বিকাল সাড়ে ৪টার দিকে শিশুপার্ক এলাকার ১৯ নম্বর সড়কের নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য দুজনে গিয়েছিলেন।

দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ট্যাঙ্ক থেকে আরেকজনকে উদ্ধার করে।

তিনি বলেন, আহত ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ (কেএমসিএইচ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশও সেখানে রাখা হয়েছে।

এ বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

সূত্র: ইউএনবি