বেনাপোল বন্দর দিয়ে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল বন্দর দিয়ে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

ফাইল ছবি

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসায় সোমবার (৮ মে) সকাল থেকে মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

বেনাপোল-পেট্রাপোল বন্দরের সাথে দেশের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দু'দেশের বন্দর এলাকায় কয়েক কিলোমিটার যানজটে আমদানি-রফতানি পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। তবে বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, ভারতের স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল বন্দর ও প্যাসেঞ্জার টার্মিনাল পরিদর্শনে আসায় পেট্রাপোল বন্দর দিয়ে ২ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী বুধবার সকাল থেকে আবারো পুনরায় চালু হবে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকরতা এনাম হোসেন জানান, ভারত সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসবেন। এ কারণে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার ২ দিন দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে কাস্টমসের সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক আব্দুল জলিল জানান, অমিত শাহ আজ পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসবেন। মন্ত্রীর নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।