লন্ডনে শুরু সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের যাত্রা

লন্ডনে শুরু সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের যাত্রা

লন্ডনে শুরু সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের যাত্রা

সাকিব আল হাসান নামটা এখন আর শুধুই দেশের গণ্ডিতে আবদ্ধ নয়, বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা পেয়ে গেছেন বহু আগেই। এবার সাকিবের মানবিক কাজের পরিধিও দেশ ছাপিয়ে পৌঁছেছে আন্তর্জাতিক মহলে। লন্ডনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন।’

রোববার সন্ধ্যা ৭টায় লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে গালা ডিনারে ফাউন্ডেশনটির চেয়ারম্যান সাকিব আল হাসান নিজেই আনুষ্ঠানিকভাবে লন্ডনে নিজেদের পথ চলার ঘোষণা দেন। এর আগে গত ২৪ মার্চ সাকিব আল হাসানের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ক্যানসার রোগীদের মধ্যে সচেতনতা তৈরি ও তাদের চিকিৎসায় সহায়তার জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে বিশ্বের উন্নত দেশগুলোতে চ্যারিটি নিবন্ধন করার পরিকল্পনা ফাউন্ডেশনটির। এরই অংশ হিসেবে লন্ডনে ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’ যাত্রা শুরু করে গতকাল।

প্রধান সমন্বয়ক হিসেবে নিজের ভাষণে সাকিব বলেন, ‘ক্যানসার রোগীকে নিয়ে তার পরিবার এবং রোগী নিজে কতটা কষ্ট করেন তা আমরা দেখি। এই জায়গা থেকে আমরা একটা ভালো উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করেছি। আশা করি উদ্যোগটা সফল হবে। এটিকে সফল করতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আশা করি, হাতে হাত রেখে সবাই বাংলাদেশের জন্য কাজ করতে পারব। আপনারা যার যার জায়গা থেকে এগিয়ে আসবেন, এমনটাই বিশ্বাস করি।’

ফাউন্ডেশনটি নিয়ে কথা বলেন সাকিবের স্ত্রী শিশির। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আপনারা জানেন যে আমি আমার বাবা-মাকে ক্যানসারের কারণে হারিয়েছি। এক বছরের ব্যবধানে দু’জনকেই হারানো আমার কাছে দুঃস্বপ্নের মতো ছিল। এটা খুবই কঠিন যাত্রা, যারা এর মধ্য দিয়ে গেছে তারা বুঝবে। তাই আমি চাই না, কেউ আর এমন পরিস্থিতির মধ্যে পড়ুক। ক্যানসার যদি শুরুতে ধরা পড়ে তাহলে জীবন বাঁচানো সম্ভব। এই সংগঠনের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’