৯৯৯ এ কল পেয়ে বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ

৯৯৯ এ কল পেয়ে বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ

প্রতীকি ছবি

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে বাল্যবিয়ে বন্ধ করলেন ময়মনসিংহের ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার ঠাকুর বাখাই গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের ১৪ বছরের এক কিশোরীকে বিয়ে দেওয়া হচ্ছে, এমন খবর জানিয়ে কন্যার প্রতিবেশীদের একজন ৯৯৯-এ ফোন দেয়। এ খবর পেয়ে ওসি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পালিয়ে যায়। পরে কন্যা পক্ষের নিকট থেকে মুচলেকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এ ব্যাপারে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পালিয়ে যায়। তারপর কন্যা পক্ষকে বাল্যবিয়ের অসুবিধা সম্পর্কে বোঝানো হয়। পরে তারা ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবে না বলে মুচলেকা দেয়।