শ্যামলীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ১৩ ইউনিট

শ্যামলীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ১৩ ইউনিট

শ্যামলী রুপায়ন শেলটেক ভবন

রাজধানীর শ্যামলীতে এতটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। বৃহস্পতিবার (১জুন) রাত সাড়ে ১১টার কিছু সময় আগে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, শ্যামলী রুপায়ন শেলটেক ভবনের সপ্তম তলায় আগুন লেগেছে। ভবনটি ২০ তলা। আগুনের খবর পেয়ে ১১টা ৩৫ মিনিটে প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। আগুনের তীব্রতা বাড়ায় আরএ পাঁচ ইউনিট সেখানে পাঠানো হয়েছে। বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে রাত একটার দিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ভবন থেকে এখন পর্যন্ত ১৬ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে। যাদের মধ্যে ১২ জন পুরুষ এবং চারজন নারী রয়েছেন। এর মধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ছয়জনকে নিচে আনা হয়।