মাগুরায় স্কুল শিক্ষার্থীদের পুষ্টিকর দুধ পান কর্মসূচি পালিত

মাগুরায় স্কুল শিক্ষার্থীদের পুষ্টিকর দুধ পান কর্মসূচি পালিত

মাগুরায় স্কুল শিক্ষার্থীদের পুষ্টিকর দুধ পান কর্মসূচি পালিত

‘‘টেকসই দুগ্ধশিল্প; সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’’ প্রতিপাদ্যে মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার বাবুখালীতে বিশ্ব দুগ্ধ দিবস পালন করেছে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের সমন্বিত কৃষি ইউনিটের প্রাণিসম্পদ বিভাগ ।সরকারের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়ন ও কারিগরি সহায়তায় দিবসটি পালন করা হয়।

সম্প্রতি উপজেলার বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের পুষ্টিকর দুধ পান কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের পুষ্টিকর দুধ খাওয়ানো হয়।

অনুুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রবিউল হাসান, বাবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ মীর এবং আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন খান। 

এছাড়া আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: সজীব আহমেদ প্রিন্স, মৎস্য কর্মকর্তা মো: আব্দুল আজিজ ও কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, এরিয়া ম্যানেজার মো: আনিসুর রহমান, বাবুখালী শাখার ম্যানেজার পিকুল হোসেন ও সহকারী মৎস্য কর্মকর্তা সমেন্দ্র রায়সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।