আফগানিস্তানের বিপক্ষে ‘পাঁচ পেসার’ রাখার কারণ জানালেন নান্নু

আফগানিস্তানের বিপক্ষে ‘পাঁচ পেসার’ রাখার কারণ জানালেন নান্নু

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, প্রচণ্ড গরমে পেসারদের খেলতে হবে। অনুশীলন করতে হবে। টেস্ট শুরু হতে এখনও অনেক দেরি। এর আগে কারো কোনো সমস্যা হলে যেন ব্যাকআপ প্রস্তুত রাখা যায় সেজন্য পেসারদের তালিকাটা বড় করা হয়েছে। স্কোয়াডে পাঁচজন পেসার রাখা হয়েছে। সোমবার এ তথ্য জানান তিনি।

নান্নু বলেন, আমরা অনেকদিন আগে তাদের সঙ্গে খেলেছি। আমাদের ক্রিকেটাররা এখন যথেষ্ট ম্যাচিউরড ও অভিজ্ঞ। এই টেস্টে অবশ্যই নিজেদের সেরাটা দিতে পারলে, ভালো রেজাল্ট আমরাই পাব।

তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে আমাদের একটা টেস্ট ম্যাচ। ভেরি চ্যালেঞ্জিং কন্ডিশন। এখন যথেষ্ট গরম। সব কিছু মিলিয়ে বেস্ট পসিবল সাইড আমরা দাঁড় করিয়েছি। আমরা আশা করছি, আফগানিস্তানের বিপক্ষে আমরা বেস্ট ক্রিকেটটাই খেলব।

আগামী ১৪ জুন মিরপুরে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট।

বাংলাদেশের স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।