ফরিদপুরে খড়ের গাড়ির মধ্যে লুকায়িত ছিল ১৮ কেজি গাঁজা

ফরিদপুরে খড়ের গাড়ির মধ্যে লুকায়িত ছিল ১৮ কেজি গাঁজা

সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি খড়ের গাড়ির মধ্যে লুকায়িত থাকা ১৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-০৮। এছাড়া এসময় ০২টি মোবাইল, ২ টি সিম ও মাদক বিক্রিত ৫'শ টাকা এবং তাদের ব্যবহৃত ট্রলি সংযুক্ত একটি পাওয়ার টিলার জব্দ করা হয়

শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সাতোর বাজার থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটক দুই মাদক কারবারি হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানার ছোট বদলিয়া গ্রামের ফকির মোহাম্মদের ছেলে মো. ইমরান (২৫) ও একই জেলার ডামুদাহ থানার বুইছিতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শহিদ হোসেন (২৮)।

আটকের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, আটককৃতরা মাদক কারবারি। তারা যাত্রী ও পণ্য পরিবহনের আড়ালে মাদক ব্যবসা করতেন। প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করে থাকেন। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ফরিদপুর এলাকায় বিক্রি করে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।