সিগারেট পণ্যের মূল্য মুদ্রণ নিয়ে জাতীয় ভোক্তা অধিকারের মতবিনিময় সভা

সিগারেট পণ্যের মূল্য মুদ্রণ নিয়ে জাতীয় ভোক্তা অধিকারের মতবিনিময় সভা

ফাইল ছবি

সিগারেট পণ্যের নতুন প্যাকেট মূল্য মুদ্রণ সংক্রান্ত বিষয় নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ.এইচ.এম. সফিকুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বাজেট পরবর্তী সিগারেট পণ্যের নতুন প্যাকেট মূল্য মুদ্রণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিভিন্ন স্তরের সিগারেটে মূল্যে বৃদ্ধি করা হয়েছে। সিগারেটের নতুন প্যাকেটে সেটি সর্বোচ্চ খুচরা মূল্য অতিসত্ত্বর উল্লেখ করতে হবে। ১ জুন বাজেট কার্যকর হওয়ার পর অব্দি ব্যবসায়ীরা সকল ব্রান্ডের মূল্য বৃদ্ধি করেছে। এ ক্ষেত্রে সরকার, কোম্পানী ও ভোক্তার চেয়ে ব্যবসায়ীরা বেশি লাভবান হচ্ছে। ভোক্তা-অধিকার খর্ব হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটি তারা দেখবে।

এছাড়া দেশের বিভিন্ন প্রত্যান্ত অঞ্চলে জাল ব্যান্ডরোল লাগিয়ে সিগারেট ও বিড়ি বিক্রি হচ্ছে। এবিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ নিয়মিত বাজার মনিটারিং চালিয়ে যাবে। রাজস্ব ফাঁকি দিয়ে কেউ পণ্য মজুদ ও বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, উপ পরিচালক শাহনাজ সুলতানা, এলটিইউ-ভ্যাট এর প্রতিনিধি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর প্রতিনিধি, জাপান টোব্যাকোর কোম্পানীর হেড অব করর্পোরেট এন্ড ফিসকেল অ্যাফেয়ার্স মোমশেদ আলী খান, আকিজ গ্রুপের প্রতিনিধি কাজী মোঃ আনোয়ারুল ইসলাম, মারভীন গোমেজ, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান প্রমূখ।