কুষ্টিয়ায় নিখোঁজের দুইদিন পর ভেসে উঠলো ঢাবি শিক্ষার্থীর মরদেহ

কুষ্টিয়ায় নিখোঁজের দুইদিন পর  ভেসে উঠলো ঢাবি শিক্ষার্থীর মরদেহ

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় গড়াই  নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুদিন পর ভেসে উঠলো ঢাবি শিক্ষার্থী তানভীর এর (২৫)  মরদেহ। সোমবার বিকেলে কুমারখালী উপজেলার মীর মশাররফ হোসেন সেতু সংলগ্ন রেলওয়ে ব্রীজের নীচে গড়াই নদীতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গড়াই নদীর নিখোঁজ স্থানের কাছাকাছি তার মরদেহ ভেসে ওঠে। নিহত ঢাবি শিক্ষার্থী তানভীর বরগুনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মালেকের ছেলে।

জানা যায়, গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী  মীর মশাররফ হোসেন সেতু সংলগ্ন রেলওয়ে ব্রীজের  নীচে গোসল করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তানভীর নিখোঁজ হয়।  কুমারখালী ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দল ২ দিন উদ্ধার তৎপরতা চালালেও তাকে খুঁজে পায়নি। অবশেষে আজ বেলা সাড়ে এগারোটার দিকে  নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ভেসে ওঠে।

নিহতের মামা অধ্যাপক  রফিকুল ইসলাম জানান, তানভীরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী মাইক্রোবাস নিয়ে কুমারখালীর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে আসে। রবীন্দ্রনাথের কুটিবাড়ী থেকে ফেরার পথে গড়াই নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। মরদেহ বরগুনা তার নিজ এলাকায় নিয়ে দাফন সম্পন্ন করবেন বলে জানান তিনি।

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ ডুবন্ত নৌকায় আটকে থাকার কারণে উদ্ধারে বিলম্ব হয়েছে। পরিত্যক্ত  নৌকাসহ মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।