ডিস লাইনের কেবল বিচ্ছিন্ন ও আর্থিক ক্ষতির প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন

ডিস লাইনের কেবল বিচ্ছিন্ন ও আর্থিক ক্ষতির প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন

ডিস লাইনের কেবল বিচ্ছিন্ন ও আর্থিক ক্ষতির প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল(ডিস লাইন অপারেটর) ব্যবসায়ী প্রতিষ্ঠান কোয়াব সদস্য ‘কুষ্টিয়া ক্যাবল টিভি’ ও ‘কণিকা ক্যাবল টিভি’র মেইন অপটিক্যাল ফাইবার লাইনের তার প্রায় ১৫কি:মি: দুরত্ব পর্যন্ত অর্ধশত টুকরো করে কেটে ফেলায় ২ লক্ষ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে, চৌড়হাস কাষ্টম মোড়ের বাসিন্দা দীনেশ কবিরাজের ছেলে মকবুল হোসেন গংয়ের বিরুদ্ধে।

বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরের কুষ্টিয়া ক্যাবল টিভির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আবেদনসহ প্রতিকার দাবি করেন নেতৃবৃন্দ। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, কেন্দ্রীয় কোয়াব সদস্য আবু সাইদ সজল। তিনি দাবি করেন, কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরীসহ জড়িতদের বিষয়ে তথ্যপ্রমানাদি সংযুক্ত করে অভিযোগ দিয়েও কাঙ্খিত কোন প্রতিকার পাচ্ছেন না সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

তবে প্রতিকার না পাওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পুলিশ পরিদর্শক জহুরুল ইসলাম জানান,  অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। যারাই জড়িত থাক তাদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।