ইউক্রেন যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান আমিরাত প্রেসিডেন্টের

ইউক্রেন যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান আমিরাত প্রেসিডেন্টের

ইউক্রেন যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান আমিরাত প্রেসিডেন্টের

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাত করেছেন। ইউক্রেনের সাথে যুদ্ধ চালানো রাশিয়ায় এটি একটি বিরল আন্তর্জাতিক সফর।এ সফরে আমিরাত প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষের মধ্যে সংলাপ-সমঝোতার আহ্বান জানিয়েছেন।শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জায়েদ আল-নাহিয়ান পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে ভ্রমণ করেন এবং একটি অর্থনৈতিক ফোরামে অংশ নেন। এ সময় তিনি শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের আহ্বান জানিয়ে সংঘর্ষের বিষয়ে আলোচনা করেন।জায়েদ আল-নাহিয়ান পুতিনকে বলেন, ‘আমি আজ আপনার সাথে এখানে থাকতে পেরে আনন্দিত। আমরা একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই এবং আপনার ওপর আমাদের সে আস্থা আছে।’

উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন ওপেক এবং তার রাশিয়ার নেতৃত্বাধীন মিত্রদের মাধ্যমে তেল উৎপাদন কমানোতে ওয়াশিংটনের সাথে আরব আমিরাতের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে।

সূত্র : আল-জাজিরা