এক মোবাইলে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানো যাবে

এক মোবাইলে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানো যাবে

ফাইল ছবি

ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা সহজ ও ভালো করতে নানান উপায় বের করছে প্ল্যাটফর্মটি। একের পর এক যুক্ত করছে নতুন নতুন ফিচার। এতদিনে হয়তো ব্যবহারকারীদের মনের আশা পূরণ হতে যাচ্ছে। খুব শিগগির একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।

সম্প্রতি এমনই এক ফিচার নিয়ে কাজ করছে মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ধারণা করা হচ্ছে হোয়াটসঅ্যাপের পরবর্তী আপডেটে সম্ভবত এই ফিচার যোগ করা হবে।

হোয়াটসঅ্যাপ বিজনেসের বিটা আপডেটে আপাতত এটা আনা হয়েছে। একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে, যেখানে দুটি অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। অর্থাৎ একটি ফোনে ব্যক্তিগত এবং বিজনেস দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

ফিচারটি ফেসবুক বা ইনস্টাগ্রামের মাল্টি-অ্যাকাউন্ট ফিচারের মতোই কাজ করবে। এটিতে আপনার একটি প্রাথমিক অ্যাকাউন্ট থাকবে। সঙ্গে এতে একাধিক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন এবং তারপর অ্যাপের মধ্যেই প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্ট বাছাই করতে পারবেন।