ভারতে তীব্র দাবদাহ, মৃত কমপক্ষে ৩৪

ভারতে তীব্র দাবদাহ, মৃত কমপক্ষে ৩৪

সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি বৃহৎ অংশে তীব্র দাবদাহে কমপক্ষে ৩৪ জন মারা গেছেন। শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, ডাক্তাররা ৬০ বছরের বেশি বয়স্ক নাগরিকদের দিনের বেলায় বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন।

প্রচণ্ড গরমের কারণে মৃত সকলের বয়সই ৬০ বছরের বেশি। ওই ভারতীয় নাগরিকদের স্বাস্থ্যগত অবস্থা ভালো ছিল না। তীব্র দাবদাহে তাদের স্বাস্থ্যগত সমস্যা আরও বাড়ে এবং তারা মারা যান।

উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লখনউ থেকে প্রায় ৩০০ কি.মি. দক্ষিণ-পূর্বে বালিয়া জেলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

বালিয়ার চিফ মেডিকেল অফিসার জয়ন্ত কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং শুক্রবার আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে তিনি বলেছেন, ‘সকল ব্যক্তিই কিছু অসুস্থতায় ভুগছিলেন এবং প্রচণ্ড গরমের কারণে তাদের অবস্থা আরও খারাপ হয়েছিল।"

তিনি বলেন, বেশিরভাগ মৃত্যুই হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ও ডায়রিয়ার কারণে হয়েছে।

আরেক মেডিকেল অফিসার দিবাকর সিং বলেছেন, গুরুতর অবস্থায় লোকদের বালিয়ার প্রধান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ‘বয়স্ক ব্যক্তিরাও প্রচণ্ড গরমের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন।’

ভারতের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে জানা গেছে, শুক্রবার বালিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪.৭ ডিগ্রি সেলসিয়াস (৮ ফারেনহাইট) বেশি।

সূত্র : আল-জাজিরা