বাইডেন বললেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার কোনো সহজ পথ নেই

বাইডেন বললেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার কোনো সহজ পথ নেই

জো বাইডেন।

আটলান্টিক মহাসাগরীয় সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ক্ষেত্রে ইউক্রেনের সামনে কোনো সহজ পথ খোলা নেই বলেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি জানিয়েছেন, ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ইউক্রেনের জন্য বিশেষ কোনো আয়োজন করবে না যুক্তরাষ্ট্র।

বাইডেন ওয়াশিংটনে সাংবাদিকদের বলেছেন, ‌‘তাদেরকে সঠিক মানদণ্ড মেনেই আসতে হবে। তাই আমরা এটা সহজ করতে যাচ্ছি না।’

ন্যাটোর মিত্ররা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, রাশিয়ার সাথে যুদ্ধরত অবস্থায় কোনোভাবেই ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না।