রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

সংগৃহীত

রাজধানীর কালাচাঁদপুরে একটি বাসায় ইসরাত জাহান প্রিতী (১৯) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (আইইউবি)-এর আইন বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী ছিলেন।

মঙ্গলবার (২০ জুন ) বিকেল ৩টার দিকে কালাচাঁদপুরের উত্তর বারিধারা বাইতুন নুর জামে মসজিদ সংলগ্ন একটি ৫ তলা বাড়ির ২য় তলায় এই ঘটনা ঘটে। ঝুলন্ত অবস্থায় তাকে পুলিশ এবং তার এক বন্ধু উদ্ধার করে।

প্রিতীর বড় বোন জানান, তাদের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। প্রিতীসহ মোট দুইজন মিলে ওই বাসায় মেস করে থাকেন। দুপুরে বাসায় প্রিতী একাই ছিলেন। বাকি একজন বাইরে ছিলেন। ৩টার দিকে তার এক বন্ধু ফোন দিয়ে জানান, প্রিতী রুমের দরজা খুলছে না। সঙ্গে সঙ্গে তিনি বাসায় গিয়ে তাকে ডাকাডাকি করলেও প্রিতী দরজা খুলে না। পরে দরজা ভেঙে প্রিতীর বন্ধু ভেতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে। তিনি আত্মহত্যা করেছেন দাবি করলেও, এর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি কেউই।

গুলশান থানার এসআই আনোয়ার জানান, ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মরদেহটি উদ্ধার করে বন্ধুকে সাধারণ কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রিতীর পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতি জানানো হয়, প্রিতী গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। এছাড়াও মরদেহটি বিনা ময়নাতদন্তের জন্য দাফন করার সুযোগ দেওয়ার জন্য গুলশান থানার অফিসার ইনচার্জ বরাবর আবেদন করে প্রিতীর পরিবার।