বোট স্ট্রম স্মার্টওয়াচ হাতে দিয়ে সাঁতার কাটলেও ভিজবে না

বোট স্ট্রম স্মার্টওয়াচ হাতে দিয়ে সাঁতার কাটলেও ভিজবে না

সংগৃহীত

চলছে বর্ষা মৌসুম। এই সময়ের স্মার্টফোন, স্মার্টওয়াচ কিংবা ফিটনেট ব্র্যান্ড হাতে থাকলে ভিজে যায়। ভেজার ভয়ে অনেকে তো ব্যাগে ঢুকিয়ে রাখেন। আর নেই ভেজার ভয় বাজারে আসল ওয়াটারপ্রুফ স্মার্টওয়াচ। যা হাতের কব্জিতে পরে বৃষ্টিতে ভিজলে কিংবা সাঁতার কাটলেও ডিভাইসের কিছুই হবে না। এই ওয়াচ এনেছে ভারতের বোট নামের একটি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান। মডেল বোট স্ট্রম। 

স্মার্টওয়াচটি যেমন ফিচারে ভরা, তেমনি দামেও সস্তা। ভারতে এই গ্যাজেট বিক্রি হচ্ছে মাত্র ২৫০০ রুপিতে। এতে আপনি অনেক ফিচার পেয়ে যাবেন। প্রতিদিন আপনার সমস্ত কাজ ট্র্যাক করার জন্য এতে নয়টি স্পোর্টস মোড রয়েছে। 

আপনি এটি থেকে ফোন কল, মেসেজ, অ্যালার্ম সব কিছুই করতে পারবেন। এই স্মার্টওয়াচটির সবথেকে ভালো ফিচার হল পানিতে ভিজে গেলেও খারাপ হবে না। এটিতে রক্তের অক্সিজেনের মাত্রা নিরীক্ষণ করার মতো ফিচার দেওয়া হয়েছে।

বাংলাদেশের বোটের বিভিন্ন ধরনের গ্যাজেট বিক্রি হয়। দেশে বোটের অফিসিয়াল পরিবেশকও রয়েছে।