নোয়াখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী

নোয়াখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী

ফাইল ছবি

নোয়াখালীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ৫ দিনে হাসপাতালে ভর্তি ২০ জন। এর মধ্যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত হয়ে ১৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ীতে ফিরে গেছেন ৭ জন। এছাড়া নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন এবং এদের মধ্যে ২ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। 

সোমবার দুপুরে সরেজমিনে নোয়াখালী জেনারেল হাসপাতালে গেলে ৬ জন ভর্তি রয়েছেন এবং তাদের ডেঙ্গু ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তা। 
এ ব্যাপারে জানতে চাইলে মেডিসিন (ডেঙ্গু) ওয়ার্ডে মেডিকেল অফিসার ডাঃ আশ্রাফুর রহমান জানান, বেড সংকটের কারণে একটু হিমসিম খাচ্ছে। তাছাড়া ডেঙ্গু রোগীদের জন্য একটি ওয়ার্ড খোলা হয়েছে। এম.বি.বি.এস ডাক্তার পরীক্ষার কারণে রুমে একটু সমস্যা হচ্ছে। 

এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের আরএমও ডাঃ সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে এবং সার্বক্ষণিক তাদের চিকিৎসা চলছে। সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করে বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা অনেকটা বেড়েই চলছে।