বিসিআইসি কলেজে বিজ্ঞান মেলা শুরু

বিসিআইসি কলেজে বিজ্ঞান মেলা শুরু

ফাইল ছবি

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কলেজে শুরু হয়েছে দুই দিনের বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা। শুক্রবার (১৪ জুলাই) সকালে শুরু হওয়া মেলা উদ্বোধন করেন বিসিআইসি’র চেয়ারম্যান সাইদুর রহমান।

মেলা চলবে শনিবার পর্যন্ত। মেলায় ঢাকার ৭৫ টি কলেজের শিক্ষার্থীরা তাদের প্রযুক্তি বিষয়ক প্রকল্প প্রদর্শন করছে। এতে ২২টি বিভাগে অংশ নিয়েছে শিক্ষার্থীরা।

মেলার  প্রায় ১০০টি স্টলের মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৫৪টি, নবম-দশম শ্রেণির ৪৫টি, একাদশ-দ্বাদশ শ্রেণির ৪০টি, বিসিএসআইআরের গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শনের ৩৫টি, বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড ও সেবা প্রদর্শনের জন্য আরও কয়েকটি স্টলে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হয়। শুরুর দিনেই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে।

বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, শিশুরাই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার সৈনিক। বাঙালিদের মধ্যে কী সম্ভাবনা আছে তা জানতে হবে। আমাদের শিশুরা দেশের বর্তমান সমস্যা নিয়ে নানা প্রকল্প উপস্থাপন করছে। এরাই একদিন পৃথিবী জয় করবে।

এ সময় কলেজ অধ্যক্ষ কর্নেল মহিউদ্দীন মো. জাবেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কিশোর আলোর সম্পাদক আনিছুল হকসহ আরও অনেকে।