অ্যাপলের পণ্য কেনা যাবে উই-চ্যাটে

অ্যাপলের পণ্য কেনা যাবে উই-চ্যাটে

সংগৃহীত

প্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম শীর্ষ বাজার দখল করতে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে এবার দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম উই-চ্যাটে নতুন অনলাইন স্টোর চালু করেছে অ্যাপল।

মূলত অ্যাপল উই-চ্যাটের মিনি প্রোগ্রামে যুক্ত হওয়ার মাধ্যমে অ্যাপল এর বিশাল ব্যবহারকারীর কাছে পৌঁছুতে চাইছে। প্লাটফর্মটিতে চালু হওয়া অ্যাপল স্টোর মিনি অ্যাপে বিভিন্ন পণ্য পাওয়া যায়। এর মধ্যে আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও ম্যাকবুকও রয়েছে। মিনি প্রোগ্রামের মাধ্যমে উই-চ্যাটের ব্যবহারকারীরা পছন্দের যেকোনো পণ্যের খোঁজ নিতে ও বিস্তারিত জানতে পারবেন।

চীনের প্লাটফর্মে এবারই অ্যাপলের প্রথম প্রবেশ নয়। কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি এরই মধ্যে আলিবাবার ই-কমার্স প্লাটফর্ম টিমলে কার্যক্রম পরিচালনা করছে। তবে নতুন অ্যাকাউন্ট খোলার মাধ্যমে উই-চ্যাটের গ্রাহক যে বেশি সেটি অ্যাপল স্বীকার করে নিয়েছে বলে মনে করছেন প্রযুক্তিবিদ ও বিশ্লেষকরা। উই-চ্যাটের মালিক টেনসেন্ট। এটি একটি সুপার অ্যাপ, যেখানে ই-কমার্স, ফাইন্যান্সিয়াল সার্ভিস এমনকি পরিবহনসংক্রান্ত সুবিধাও পাওয়া যায়।

গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে চীনে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শীর্ষ তিনে ছিল আইফোন ১৩ সিরিজ। প্রতিবেদনের তথ্য মতে, এ কারণেই কোম্পানিটি চীনের বাজারে নিজেদের অবস্থান সম্পর্কে বুঝতে পেরেছে। উই-চ্যাটে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে অ্যাপল চীনে এর বিক্রির পরিধি বাড়াতে চাইছে।

সূত্র: টেকনোলজি ম্যাগাজিন