রাশিয়ার যুদ্ধাপরাধ নিয়ে যা বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার যুদ্ধাপরাধ নিয়ে যা বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকা

‘বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধের' জন্য দায়ী হওয়ায় ভবিষ্যৎ যুদ্ধ ও অপরাধ ঠেকাতে জার্মানির একটি নীতিগত বাধ্যবাধকতা আছে বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকা।

সোমবার নিউইয়র্কে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ২৫তম বার্ষিকী উপলক্ষ্যে জাতিসংঘে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷

তিনি আরও বলেন, ইউক্রেনকে শস্য রপ্তানি করতে দেওয়ার চুক্তির মেয়াদ না বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া, তাতে সব দেশ ‘বিস্মিত'। পুতিন যেন এই সিদ্ধান্ত থেকে সরে আসেন সেজন্য তার ওপর চাপ প্রয়োগ করার ওপর গুরুত্ব দেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷

এ ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার দেশগুলোর ‘সরাসরি পুতিনকে উদ্দেশ করে' কথা বলা৷ তিনি বলেন, গত বছর আমরা দেখেছি, শুধু ইউরোপীয় দেশ ছাড়া বিশ্বের অন্য দেশগুলোও যদি পুতিনের প্রতি আহ্বান জানায়, তা হলে তা একটি পার্থক্য তৈরি করে৷ বেয়ারবক বলেন, ভবিষ্যৎ যুদ্ধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ঠেকাতে আন্তর্জাতিক আইনকে শক্তিশালী করা আমাদের দায়িত্ব ছিল এবং এখনো আছে৷

জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের মধ্যে ১২৩ দেশ আইসিসি প্রতিষ্ঠাকালীন চুক্তিতে স্বাক্ষর করেছে। আর স্বাক্ষর না করা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রও আছে৷

আরও দেশ যেন এই চুক্তিতে সই করে সেটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বেয়ারবক৷ তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর আইসিসির গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে৷

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের একটি রাশিয়া৷ তারা পি৫ নামে পরিচিত৷ বাকি চার দেশ হচ্ছে— যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য৷ এখন ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি, যখন আমরা দেখছি, পি৫-এর একটি দেশ যুদ্ধের আগ্রাসন শুরু করেছে৷ এটা এমন এক সময় যখন আইন দিয়ে আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে এবং যারা যুদ্ধ নয়, আইনে বিশ্বাস করে, তাদের একত্রিত করতে হবে, বলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷

চলতি বছরের মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি৷