আবারো ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আবারো ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

সংগৃহীত

আরেক দফা মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া। উৎক্ষেপণ করেছে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেগুলো কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে পড়েছে বলে জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।

বুধবার (১৯ জুলাই) পূর্ব সাগরের দিকে ছোড়া হয় দুইটি ক্ষেপণাস্ত্র।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫০ কিলোমিটার উচ্চতায় সাড়ে ৫ শ’ কিলোমিটার পাড়ি দেয় প্রথম ক্ষেপণাস্ত্রটি। একই উচ্চতা থেকে দ্বিতীয় মিসাইলটি পাড়ি দেয় ৬ শ’ কিলোমিটার। দু’টিই পতিত হয় জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে।

কোরীয় উপদ্বীপ ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল।

এদিকে, মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের বিবৃতিতে বলা হয়, মিত্রদের সাথে আলোচনা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন।
সূত্র : সিএনএন