গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি

গাজীপুর জয়দেবপুরে রেলওয়ে স্টেশনের পাশেই ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, জয়দেবপুর রেলক্রসিং থেকে ১০০ গজ সামনে রেললাইন দিয়ে পার হচ্ছিলেন ওই বৃদ্ধা৷ এ সময় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। তার আনুমানিক বয়স ৬০ বছর। পরে রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে৷

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার লাশ পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।