মিরসরাই কুকুরের কামড়ে ১৪ জন আহত

মিরসরাই কুকুরের কামড়ে ১৪ জন আহত

ফাইল ছবি

মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। সোমবার (২৪ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৯নং মিরসরাই ও ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে কয়েকটি পাগলা কুকুর শিশু, যুবক, বৃদ্ধ সহ বিভিন্ন বয়সের মানুষকে কামড় দিয়ে আহত করে।

আহতরা হলো, জোবায়দুল ইসলাম (৮), তাবাস্সুম (১০), জিহান (২), নুর নবী (৬৩), সালেহা বেগম (৩৫), রুনা (২২), লামিয়া (৬), আছিয়া (৫), আলেয়া বেগম (৪৩), ওমর ফারুক (২৯), নিলয় (১৮), শাকিলা (৪৮), ফাতেমা (২), মমতাজ (৪৫)।

উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিক্যাল সহকারী লুৎফর রহমান বলেন, সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরের কামড়ে আহত প্রায় ১৪ জন চিকিৎসা নিতে আসেন। আহতদের অধিকাংশের মুখে গুরুতর জখম রয়েছে। আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) তে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মিরসরাই সদর (৯ নং) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম দিদার বলেন, কয়েকটি পাগলা কুকুরের কামড়ে শ্রীপুর, গড়িয়াইশ এলাকায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। পাগলা কুকুরগুলো মেরে ফেলার জন্য গ্রামবাসীর সহায়তায় উদ্যোগ নেওয়া হবে।