বরিশাল বোর্ডে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫’র সংখ্যা

বরিশাল বোর্ডে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫’র সংখ্যা

ফাইল ছবি।

বরিশাল শিক্ষা বোর্ডে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের ফলাফল ২০২২ সালের চেয়ে কিছুটা ভালো।

কেননা, গতবার এসএসসিতে পাশের হার ছিল ৮৯ দশমিক ৬১।

শুক্রবার (২৮ জুলাই) ঘোষিত ফলাফল অনুযায়ী, গত বছরের চেয়ে এবার জিপিএ-৫’র সংখ্যা অনেকটাই কমেছে। গত বছর ৯ হাজার ৭৬৮ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল; এবার সে সংখ্যা ৩ হাজার ৪৫৭। সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১১টি।

এ বছর ৪৫ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৪৩।