দাবানলে ভস্মীভূত গোটা মরুভূমি

দাবানলে ভস্মীভূত গোটা মরুভূমি

সংগৃহীত

ভয়াবহ দাবানলে পুড়ে গেছে গোটা মরুভূমি। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে অবস্থিত মোজাভে ন্যাশনাল প্রিজার্ভও পুড়ে ছাই হয়ে গেছে। দমকলকর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জাতীয় উদ্যানের কর্মকর্তারা বলছেন যে, দাবানলের ফলে এর পরিবেশের ব্যাপক পরিবর্তন হতে পারে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাতে লড়াই করছেন।

মোজাভে ন্যাশনাল প্রিজার্ভের ডেবরা হিউজন বলেন, 'আমরা দেশীয় গাছপালার একটি বিশাল এলাকা হারিয়ে ফেলেছি। অনেক পিনিয়ন [পাইন], জুনিপার চিরতরে চলে গেছে এবং অনেক জোশুয়ার গাছও।'

ক্যালিফোর্নিয়ায় ৮০ হাজার একরেরও বেশি এলাকাজুড়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। সবচেয়ে বেশি জ্বলছে দক্ষিণ-পূর্ব ক্যালিফোর্নিয়ায়।'

কর্মকর্তারা বলছেন, সম্পূর্ণ পুড়ে যাওয়া ছাড়া এটি থামবে না বলে মনে হচ্ছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং কত গাছ পুড়েছে সেটি এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কর্মকর্তারা বলেছেন যে, আগুনের ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে কিছুটা সময় লাগবে।

কর্মকর্তারা বলেছেন যে, আগুন ইতোমধ্যেই আভি কোয়া আমে বা স্পিরিট মাউন্টেন, জাতীয় স্মৃতিসৌধের অংশে পৌঁছে গেছে।

সূত্র: লস অ্যাঞ্জেলস টাইমস