আফগানিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, দিল্লিতেও কম্পন অনুভূত

আফগানিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, দিল্লিতেও কম্পন অনুভূত

প্রতীকী ছবি

আফগানিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের ফলে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিতেও শাক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। খবর এনডিটিভির

খবর অনুসারে, আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় শনিবার ভূমিকম্প আঘাত হানে। সম্প্রতি আফগানিস্তানে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে বিশেষ করে হিন্দুকুশ পর্বত এলাকায়। এই পর্বতটি ইউরেশিয়া এবং ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। 

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা বিভাগের পরিচালক জেএল গৌতম এনডিটিভিকে বলেন, উত্তর ভারতের বিভিন্ন জায়গা বিশেষ করে জম্মু, কাশ্মীর এবং পাঞ্জাবে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত কিংবা আহতের কোনো খবর পাওয়া যায়নি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল এক টুইট বার্তায় বলেছেন, দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। সবাই নিরাপদে আছে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে যেকোনো জরুরি পরিস্থিতিতে পুলিশ ১১২ নম্বরে ডায়াল করার আহ্বান জানিয়েছে।