এইচএসসি পরীক্ষা ৫০ নম্বরে করার দাবি

এইচএসসি পরীক্ষা ৫০ নম্বরে করার দাবি

সংগৃহীত

২০২৩ সালের এইচএসসি পরীক্ষা ৫০ নম্বরের করার দাবিতে খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার বিকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয় তারা।

এসময় ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা পরীক্ষার মানবণ্টন ২০২২ সালের মতো করার দাবি জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দেন।

এতে বলা হয়, ২০২২ সালে এইচএসসি পরীক্ষার্থীরা ২ বছর ৬ মাস সময় পেয়ে ৫০ মার্কের পরীক্ষা দেয়। কিন্তু এবার শিক্ষার্থীরা ১ বছর ৫ মাস সময় পেয়ে ১০০ নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে।

তারা বলেন, এবারও পরীক্ষার পূর্ণমান ১০০ নম্বরের স্থলে ৫০ নম্বর করতে হবে। প্রশ্নের মানবণ্টন ২০২২ সালের মতোই করতে হবে ও পরীক্ষা সূচি থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাদ দিতে হবে।

শিক্ষার্থীর পক্ষে সাজীদ সরদার, রাফিকুল ইসলাম রাকিব, রায়হানুল হক, সাহাক চৌধুরী, সাব্বির রাহিম চিঠিতে স্বাক্ষর করেন। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অনুলিপি দেওয়া হয়।