বাগদাদের ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

বাগদাদের ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদের তাপমাত্রা শনিবার বিকেলে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সোমবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্ভাবাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়াও ঘন ঘন লোডশেডিং হওয়ায় দেশটির নাগরিকরা সমস্যায় পড়ছে। বাগদাদে জাতীয় গ্রিড থেকে মাত্র তিন থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বাগদাদের লোকেরা অর্থের বিনিময়ে আশপাশের জেনারেটর থেকে বিদ্যুৎ নিচ্ছে। 

এ ব্যাপারে সেত্তার আলী, মধ্য বাগদাদের আলাভি স্ট্রিটে পথচারীদের কাছে পানি বিক্রি করেন। তিনি বলেন, ‘এখন খুব গরম। বাড়িতে বিদ্যুৎ নেই। আমি আমার বাচ্চাদের খাবার দিতে এবং ভাড়া দিতে রাস্তায় আছি। আমি আমার মুখে পানি ছিটিয়ে দিই ঠাণ্ডা হওয়ার জন্য।’

সূত্র : আনাদোলু এজেন্সি