ড্র দিয়ে নতুন মৌসুম শুরু করলো বার্সেলোনা

ড্র দিয়ে নতুন মৌসুম শুরু করলো বার্সেলোনা

সংগৃহীত

গোলশূন্য ড্র করে লা-লিগার নতুন মৌসুম শুরু করলো বার্সেলোনা। হেতাফের কলিসিয়াম আলফনসো পেরেজ স্টেডিয়ামে গোলহীন ম্যাচটিতে ড্র ছাপিয়ে আলোচনায় ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া ও বার্সা বস জাভি হার্নান্দেজের লালকার্ড।

প্রথমার্ধ্বেই রাফিনিয়া লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণিত হয় কাতালানরা। গাস্তন আলভারেজকে কনুই মেরে তাকে এই শাস্তি দেন রেফারি। দ্বিতীয়ার্ধ্বে লালকার্ড দেখেন জাভিও। ৭০ মিনিটে সহকারী রেফারির সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে শাস্তি পেতে হয় তাঁকে। গ্যালারিতে বসে বাকি ম্যাচ দেখেন তিনি। এছাড়াও হেতাফের জেইমি মাতাও লালকার্ড দেখলে ১০ জনের দলের পরিনিত হয় তারাও।

পুরো ম্যাচে ৭৫ শতাংশ বলের দখল ধরে রেখেও গোল করতে পারেননি রবার্ট লেভানডফস্কিরা। হেতাফের পোস্টে ১৪টি শট নিয়ে মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পেরেছিলো তারা। অন্যদিকে বার্সার পোস্টে ৫টি শট নিয়ে দুটি লক্ষ্যে রেখেছিলো হেতাফে। পুরো ৯০ মিনিটে দুই দল মিলিয়ে ৩১টি ফাউল করে যুদ্বংদেহি ম্যাচে পরিনিত করেছিলেন। যেই ম্যাচে শেষ পর্যন্ত জয় পায়নি কোনো দলই।