রাশিয়ার ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

রাশিয়ার ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

সংগৃহীত

রাশিয়ার মস্কো থেকে এক হাজার ছয়শ কিলোমিটার দূরে দাগেস্তানে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

তবে, ঘটনাস্থলে যাওয়া এক চিকিৎসক বলেছেন, মৃতের সংখ্যা ২৫ হতে পারে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬০ জনেরও বেশি মানুষ।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৪ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত আঞ্চলিক রাজধানী মাখাচকালায় বিস্ফোরণটি ঘটে। এটা কি কোনো হামলা না-কি দুর্ঘটনা, তা তদন্ত করছে রুশ গোয়েন্দারা।

ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভয়ংকর আগুন গ্রাস করেছে পেট্রোল স্টেশনকে। দমকলের প্রচুর গাড়ি সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে।

ইন্টারফ্য়াক্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় সাড়ে ছয় হাজার বর্গ ফুট এলাকায় আগুন লেগছে। তা আরো ছড়াতে পারে। আরো বিস্ফোরণের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

একজন প্রত্য়ক্ষদর্শী রাশিয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পেট্রোল স্টেশনের উল্টোদিকের পার্কিংয়ে রাখা একটি গাড়িতে প্রথম আগুন লাগে।

রাশিয়ার সংবাদমাধ্যম বলা হয়, জরুরি পরিষেবার ২৬০ জনকে সেখানে পাঠানো হয়েছে। হেলিকপ্টার ও বিমানে করে আহতদের মস্কোতে নিয়ে আসা হয়েছে।