চট্টগ্রামে জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে তিন মামলা

চট্টগ্রামে জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে তিন মামলা

সংগৃহীত

একাত্তরে মানবাধিকারবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় জামায়াত- শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। 

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত দু'শ জনকে আসামি করে নগরীর কোতোয়ালী থানায় দুটি মামলা করে পুলিশ। এছাড়া নগরীর ওয়াসা মোড় এলাকায় পুলিশের সাথে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আলাদা আরেকটি মামলা হয়েছে নগরীর খুলসী থানায়। পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা তিনটি দায়ের করে।

মঙ্গলবার বিকালে আলমাস সিনেমা হল মোড় ও ওয়াসার মোড় এলাকায় সাইদীর গায়েবানা জানাযাকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

পুলিশের আনুষ্ঠানিক অনুমতি না থাকলেও জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে জড়ো হয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এসময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনাস্থল থেকে ৪৯ জনকে আটক করে পুলিশ।