ছোট তামিমে’র ছোট বেলার আইডল ‘বড় তামিম’

ছোট তামিমে’র ছোট বেলার আইডল ‘বড় তামিম’

সংগৃহিত ছবি।

যে ফরম্যাটেই হোক না কেন, যুব বিশ্বকাপ জয়ী দলে তার পাঁচ সঙ্গী- শরিফুল, শামীম পাটোয়ারী, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন এবং তৌহিদ হৃদয় এরই মধ্যে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। সে তালিকায় ছয় নম্বরে নাম লিখলেন তানজিদ হাসান তামিম।

এ বাঁ-হাতি ওপেনার ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ভালো খেলেছেন। নজর কেড়েছেন। ২ সেঞ্চুরি আর এক হাফ সেঞ্চুরিতে তানজিদ তামিমের ব্যাট থেকে এসেছে ১১ ম্যাচে ৪৭৪ রান।

এর বাইরে শ্রীলঙ্কায় গত মাসে এশিয়ান ইমার্জিং কাপে ৪ ম্যাচের তিনটিতে অর্ধশতক (৫১, ৬৮, ৯, ৫১) উপহার দিয়ে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন।

তাই টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা দেশের ওয়ানডে ক্যাপ্টেন আর এক নম্বর ওপেনার তামিম ইকবালের জায়গায় নতুন বিকল্প হিসেবে এ বাঁ-হাতি ওপেনারকে বেছে নিয়েছেন। লিটন দাসের সাথে নাইম শেখ থাকলেও ধারণা করা হচ্ছে এশিয়া কাপে টিম বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিংয়ে তানজিদ তামিমই হতে পারেন ‘নিউ সেনসেশন।’

দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ও সেরা ব্যাটার এবং সন্দেহাতীতভাবে এক নম্বর ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতিতে সম্ভাব্য বিকল্প হিসেবে তাকে নেয়া হয়েছে। এটা একদিকে যেমন অনেক বড় প্রাপ্তির । অন্যদিকে অনেক বড় চাপও।

 

তানজিদ তামিম কেমন বোধ করছেন? এতবড় মাপের সফল ও সেরা পারফরমারের জায়গায় তাকে ভাবা হচ্ছে, ব্যাপারটা কেমন ঠেকছে? তানজিদ তামিম কি ভাবছেন? তামিম ইকবালের মত বিশ্ব নন্দিত ব্যাটারের সাথে তার নামটাও উচ্চারিত হচ্ছে। ভিতরে অনুভুতি কি?

এসব জানতে মুখিয়ে ছিলেন ভক্ত ও সমর্থকরা। আজ বৃহস্পতিবার মিডিয়ায় নিজের সে অব্যক্ত কথা প্রকাশ করেছেন তানজিদ। প্রথমবার জাতীয় দলে, তাও এশিয়া কাপের মত বড় আসরে, সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশে ভুল হয়নি তানজিদ তামিমের, ‘ফার্স্ট অব অল আলহামদুল্লিলাহ যে জাতীয় দলে সুযোগ পেয়েছি। তারপরও এশিয়া কাপের মতো একটা মঞ্চে সুযোগ পেয়েছি।’

 

বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে আগেও সিনিয়রদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে। তবে জাতীয় দলে প্রথম, তার অনুভুতিটাও ভিন্ন। পুরো ব্যাপারটা উপভোগ করছেন তিনি।

সিনিয়র তামিমের বদলি হিসেবে তাকে ভাবা হচ্ছে, এটা কিভাবে দেখছেন জানতে চাইলে ছোট তামিম উত্তরে জানিয়ে দিলেন, ‘তামিম ভাইয়ের যে কথাটা বললেন উনি সবার জন্য আইডল। ওনাকে দেখে ছোট থেকে বড় হয়েছি। তো চেষ্টা করব, নিজের বেস্টটা দেওয়ার, জায়গাটা ধরে রাখার।’

আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কতটা প্রস্তুত? এ প্রশ্নের জবাবে তানজিদ তামিম বলেন, ‘স্পেসিফিক কোনো কিছু নিয়ে কাজ করা হয়নি। ন্যাশন্যাল টিমে আসার পর কোচ একবার বলছে, তুমি এতোদিন যেভাবে খেলে আসছো, তোমার ন্যাচারাল ওইটাই খেলবা। উনি বলছে যে, তোমার যদি নিজ থেকে সমস্যা থাকে দেন আমার কাছে এসে কথা বলবা। উনি সবসময় একটু প্রশ্ন করতে পছন্দ করেন। কারণ তাহলে নিজের ভেতর থেকে সব কিছু আসে। তো এইদিক থেকে বলব ভালো। আর সবাই চেষ্টা করছে আরকি বেস্টটা দিয়ে প্র্যাকটিস করার।’

তামিম ইকবালের সঙ্গে তার নামের মিল, এটা ভাবতে খুব ভাল লাগে তানজিদ তামিমের। তার ভাষায়, ‘তামিম ভাইয়ের সাথে আমার নামের মিল, তাই ছোটবেলা থেকেই তার প্রতি একটা অন্যরকম দূর্বলতা ও আকর্ষণ বোধ করতাম।’ যে কারণে তামিম ইকবালের খেলাও তিনি দেখেছেন তুলনামুলক বেশি।

তানজিদ তামিমের ভাষায়, ‘দেখেন এই কথাটা আমি অনেক আগে থেকে শুনতেছি। সত্যি কথা বলতে ছোট বেলায় ওনার খেলা দেখে বড় হয়েছি। খেলা দেখার ইন্সপাইরেশন পাইছি যেহেতু ওনার নামের সঙ্গে আমার নামের মিল ছিল, তাই। এজন্য আরকি ছোট থেকে খেলা দেখা হইছে বেশি। উনি আমাদের জন্য আইডল, সবার জন্য। ওনার খেলার দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি। কিভাবে সবকিছু কন্ট্রোল করে। কোন সিচুয়েশনে কিভাবে খেলে। তো অবশ্যই একটা ইন্সপাইরেশন। যখন ওনার সঙ্গে দেখা হয়, তখনই কথা হয়। সব বিষয়ে।’

তামিমের জায়গায় খেলা বাড়তি চাপ কি না? এক্সপেক্টেশনের প্রেসারের কথা প্রফেশনালি ক্রিকেট খেলি। এটাই প্রেসারের খেলা। গেমে অনেক ধরনের সিচুয়েশন থাকে, জিনিসটা যত তাড়াতাড়ি হ্যান্ডেল করতে পারব, তত তাড়াতাড়ি আমরা বেটার ক্রিকেট খেলতে পারব।’