‘বিশেষ ক্যাম্পে’ যোগ দিলেন মাহমুদউল্লাহ

‘বিশেষ ক্যাম্পে’ যোগ দিলেন মাহমুদউল্লাহ

ফাইল ছবি।

এশিয়া কাপে জায়গা না হলেও বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি মাহমুদউল্লাহ রিয়াদের। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বিশেষ ক্যাম্পে ডাকা হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে। বুধবার (২৩ আগস্ট) মিরপুর একাডেমি মাঠে প্রথমবার অনুশীলন করেন তিনি। ঝালিয়ে নেন নিজেকে।

ক্যাম্পের প্রথম তিন দিন মাহমুদউল্লাহ মিরপুরে আসেননি। অনেকেই ভেবেছিলেন বিশ্বকাপ দল গঠনের প্রক্রিয়াতে হয়ত তাকে রাখেনি বিসিবি। তবে জানা গেছে, মায়ের অসুস্থতার কারণে এতদিন ছুটিতে ছিলেন মাহমুদউল্লাহ।

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো বড় দুই আসর। দুই টুর্নামেন্ট সামনে রেখে শের-ই বাংলা স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। এখান থেকেই নেয়া হবে বিশ্বকাপের প্রস্তুতি।

ব্যাকআপ খেলোয়াড়দের ক্যাম্প পরিচালনা করছেন বিসিবি কোচ সোহেল ইসলাম। সংবাদমাধ্যমকে তিনি জানান, উপরের (বিসিবি) নির্দেশনা অনুযায়ী মাহমুদউল্লাহকে নিয়ে কাজ করা হচ্ছে।