সংসদ অধিবেশন উপলক্ষে আশপাশে জমায়েত ও অস্ত্র বহন নিষিদ্ধ করেছে ডিএমপি

সংসদ অধিবেশন উপলক্ষে আশপাশে জমায়েত ও অস্ত্র বহন নিষিদ্ধ করেছে ডিএমপি

সংসদ অধিবেশন উপলক্ষে আশপাশে জমায়েত ও অস্ত্র বহন নিষিদ্ধ করেছে ডিএমপি

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনকে সামনে রেখে শনিবার মধ্যরাত থেকে জাতীয় সংসদ ও সংলগ্ন এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক, অন্যান্য ক্ষতিকর পদার্থ বহন এবং সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল (রবিবার)।

শনিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সংসদ অধিবেশন চলাকালে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ডিএমপি এই বিধিনিষেধ আরোপ করেছে।

বিধিনিষেধের অধীনে সড়ক ও এলাকাগুলো হলো: ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোডের পশ্চিম কোণ থেকে হোটেল সোনারগাঁও রোড হয়ে সার্ক ফাউন্টেন, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড লিংক রোড হয়ে ফার্মগেট, শ্যামলী ক্রসিং থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) সড়কের মোড়, রোকেয়া সরণি লিংক রোড থেকে পুরাতন ৯ম ডিভিশন ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদের সীমাবদ্ধ এলাকা এবং উক্ত এলাকার সকল সড়ক ও গলি।সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সূত্র    : ইউএনবি