চৌদ্দগ্রামে যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

চৌদ্দগ্রামে যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে আলা উদ্দিন (৩৫) নামের এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা হাজী আলী মিয়ার পুত্র। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া কাবাব এক্সপ্রেসের পশ্চিম পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

ডোবার দক্ষিণ পাশের বাসিন্দা কাজী নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার পরে নোংরা পানিতে এক যুবককে পানিতে লাফালাফি করতে দেখেছি। তার বাড়ি কোথায় জিজ্ঞেস করলে বলে-আমার বাড়ি গাংরা, আমি আলা উদ্দিন। অনেকবার পানি থেকে উঠতে বললে সে না উঠায় আমি চলে যাই।

নিহতের ভাতিজা আবদুল্লাহ জাবেদ বলেন, আগেও আমার কাকা আলা উদ্দিন বাড়ি থেকে বের হয়ে যেত এবং ১-২দিন পর বাড়িতে ফিরে আসতো। জন্মগতভাবে তিনি মানসিক ভারসাম্যহীন। বৃহস্পতিবার থেকে কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাসমান লাশটির চেহারা বিকৃত হওয়ায় আমরা এখনো শনাক্ত করতে পারিনি। লাশের আকৃতি ও গড়ন দেখে মনে হচ্ছে লাশটি আমার কাকার হতে পারে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। শুনেছি নিহত যুবক মানসিক ভারসাম্যহীন। সিআইডি এসে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে তার পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে’।