এবার ৫১০ আইনজীবীর বিবৃতি ড. ইউনূস ইস্যুতে

এবার ৫১০ আইনজীবীর বিবৃতি ড. ইউনূস ইস্যুতে

ফাইল ছবি।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচার স্থগিতে ১৭৫ বিশ্বনেতার খোলাচিঠি প্রতিবাদ জানিয়ে পাল্টা বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্টের ৫১০ আইনজীবী।

সোমবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্ট বার ভবনের এক নম্বর হলে এক সংবাদ সম্মেলনে এ বিবৃতি তুলে ধরেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আবদুন নুর দুলাল। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনসহ অন্যান্য আইনজীবীরা।

বিবৃতিতে বলা হয়, ড. ইউনূসের পক্ষে বিশ্বনেতাদের খোলাচিঠি দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীন বিচার বিভাগের ওপর স্পষ্ট হুমকি হিসেবে আমরা বিবেচনা করছি। বাংলাদেশের বিচার প্রক্রিয়ার ওপর এ ধরনের অযাচিত হস্তক্ষেপে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

৫১০ আইনজীবীর মতে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইনের চোখে সবাই সমান। যেকোনো সভ্য দেশে কেউ অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে, এটাই নিয়ম। ড. ইউনূসের ক্ষেত্রে তার প্রতিষ্ঠানের ভুক্তভোগী শ্রমিকরাই দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ী তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছেন। খোলাচিঠিতে স্বাক্ষরকারী বিদেশি নাগরিকরা ভুক্তভোগী শ্রমিকদের স্বার্থকে পাশ কাটিয়ে অন্যায়ভাবে ড. ইউনূসের স্বার্থ রক্ষায় বিবৃতি দিয়েছেন। যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

বিবৃতিতে দাবি করা হয়, স্বাধীন বিচার ব্যবস্থায় সরকার কর্তৃক কোনো মামলা প্রত্যাহার, স্থগিত বা বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার আইনগত কোনো সুযোগ নেই। খোলা চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে যে বক্তব্য দেয়া হয়েছে তা লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর।

বিদেশি নাগরিকরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বাধীন বিচারব্যবস্থার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে ড. ইউনূসের পক্ষে তাদের দেয়া বিবৃতি প্রত্যাহার করে বাংলাদেশের বিচারব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ করা থেকে নিজেদের বিরত রাখবেন বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।