বাকেরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বাকেরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ছবিঃ সংগৃহিত।

বরিশালের বাকেরগঞ্জে নবাগত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রিকতা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীত কুমার সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শংকর প্রশাদ অধিকারী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সালেহ আল রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, মুক্তিযোদ্ধা আঃ কাদের হাওলাদার, রাজ্জাক খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেনের, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, যুগ্ন-সাধারণ সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্র, শহিদুল ইসলাম, ভরপাশা ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান খান খোকন, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, কলসকাঠী ইউপি চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না, দূর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তাগণ বাকেরগঞ্জের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমন্বিতভাবে কাজ করার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সভায় বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও শিক্ষক-শিক্ষিকাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।