কুমিল্লার চান্দিনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

কুমিল্লার চান্দিনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

ছবিঃ সংগৃহীত।

কুমিল্লার চান্দিনায় হারং উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হারং উচ্চ বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। এসময় এসএসসি পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১১জন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর ৫৬জন শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি। সংবর্ধনায় বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

পরে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন- ‘শিক্ষার মানোন্নয়নে মায়েদের ভূমিকা অপরিসীম। একমাত্র মায়েরাই পারেন নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে। প্রতিটি ‘মা’ এক একটি শিক্ষক। বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও সচেতন হতে হবে। আপনার সন্তান যথা সময়ে বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে কিনা? রাতে যথা সময়ে ঘুমানো ও সকালে উঠে কিনা? এসব দিকগুলোতে ভালোভাবে নজর রাখতে হবে’। এসময় তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও ভবিষ্যতে হারং উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করার আশ্বাস দেন।

হারং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম হোসেন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন খান, কাউন্সিলর আবু কাউছার, হারং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, শিক্ষার্থী তিন্নি আক্তার।

এসময় হারং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইন্দ্রজিৎ দত্তের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরিফুর রহমান, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদ সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরে বাড়েরা ইউনিয়নের চিলোড়া গ্রামে চিরাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘মা’ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যতনামা চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আতিকুর রহমান মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, আমির হোসেন চৌধুরী লিটন, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, স্থানীয় আওয়ামীলীগ নেতা হুমায়ূন কবির প্রমুখ।