লিবিয়ায় মৃত্যুর সংখ্যা সংশোধন জাতিসংঘের

লিবিয়ায় মৃত্যুর সংখ্যা সংশোধন জাতিসংঘের

সংগৃহীত

লিবিয়ায় বন্যায় মৃত্যুর সংখ্যা সংশোধন করেছে জাতিসংঘ। এতে প্রাণহানির সংখ্যা ১১ হাজার থেকে কমে ৪ হাজার হয়েছে। মানবিক বিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘের অফিস (ওসিএইচএ) থেকে রোববার সকালে হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়।

হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় বন্যায় অন্তত ৩ হাজার ৯৫৮ জন মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সংশোধিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৯ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে।

শনিবারের প্রাথমিক প্রতিবেদনে ওসিএইচএ বলেছিল, বিধ্বংসী বন্যার কারণে লিবিয়ার দেরনায় অন্তত ১১ হাজার ৩০০ লোক মারা গেছে। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক সিএনএনকে বলেছেন, ‘আমরা ডব্লিউএইচওর যাচাইকৃত পরিসংখ্যান নিয়ে যাচ্ছি।’

কীভাবে বা কেন জাতিসংঘ মৃতের সংখ্যা ভুলভাবে উদ্ধৃত করেছে জানতে চাইলে ফারহান বলেন, ‘বিভিন্ন ট্র্যাজেডিতে আমরা আমাদের সংখ্যা সংশোধন করি। এখানেও তাই হচ্ছে। স্ট্যান্ডার্ড পদ্ধতি হলো আমরা নিশ্চিত করার চেষ্টা করি, আমাদের সংখ্যা ক্রস চেক করা হয়েছে। এ জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে কাজ করি আমরা। উপমুখপাত্র বলেন, মৃতের সংখ্যা স্থির নয়।’

ফারহান হক বলেন, ‘আমাদের আগের সংখ্যাটি তেমন যাচাই করে প্রকাশ করা হয়নি। ডব্লিউএইচওর প্রতিনিধিদল ঘটনাস্থলে উপস্থিতি থেকে যাচাই-বাছাই করে নিহত-নিখোঁজের নতুন সংখ্যাটি পাঠিয়েছে। আমরা ডব্লিউএইচওর পাঠানো সংখ্যাটির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

কী কারণে এই ভ্রান্তি ঘটল— সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ফারহান হক বলেন, ‘দেরনায় বিপর্যয়ের যে মাত্রা, তাতে প্রথম নিহত-নিখোঁজের সঠিক সংখ্যা প্রাপ্তির সম্ভাবনা এবং প্রাপ্ত তথ্য যাচাইয়ের সুযোগ খুবই কম ছিল। স্থানীয় সূত্রগুলোর ওপর আমাদের নির্ভর করতে হয়েছে। অনেক ক্ষেত্রে একই মৃতদেহ একাধিকবার গণনা করা হয়েছে।’

গত ১০ সেপ্টেম্বর উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর দেরনায় আছড়ে পড়ে ভূমধ্যসাগরে উদ্ভূত প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েল। ঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস এবং শহরটি ভেতর দিয়ে বয়ে যাওয়া ওয়াদি দেরনা নদীর বাঁধ ভেঙে লাখ লাখ গ্যালন পানি শহরের ভেতরে প্রবেশ করায় ভেসে যায় পুরো শহর। এরই মধ্যে সাগর থেকে শত শত লাশ উদ্ধার করা হয়েছে।