সেফটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সেফটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া গ্রামে নির্মাণাধীন সেফটিক ট্যাংকের বাঁশ খুলতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও একজনকে। বুধবার (২০ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শ্রমিকরা হলেন- কুড়িগ্রামের বদরগঞ্জের মুস্তাকপুর এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে শাহীন মিয়া (২৭) ও রাজারহাটের উপজেলার নাজিম খাঁ গ্রামের মাহবুব হাসান (২৪)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বপাড়া গ্রামের শামসুল আলমের ছয়তলা ভবনের নির্মাণাধীন সেফটিক ট্যাংকের সেন্টারিং বাঁশ খুলতে গিয়ে প্রথমে এক শ্রমিক অচেতন হয়ে যান। ওই শ্রমিককে বাঁচাতে গিয়ে আরও এক শ্রমিক সেপটিক ট্যাংকে নেমে অচেতন হয়ে যান। তাদের উদ্ধারে গিয়ে আরও এক শ্রমিক অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস দুই শ্রমিক লাশ উদ্ধার করে। অচেতন এক শ্রমিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নির্মাণাধীন টাংকে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়।