ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কুনলিকা (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুনলিকাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী তারেক আহমেদ বলেন, বিকেলে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন কুনলিকা। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তিনি একজন ভারতীয় নাগরিক ছিলেন। কি মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারছি না। তার বাবার নাম শাম্মাদি। তার কারাবন্দি নম্বর আর পি- ১৯/২৩।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর কারা কর্তৃপক্ষ ভারতীয় কমিশনকে বিষয়টি অবগত করবেন।