স্মার্টফোনকে সিসি ক্যামেরা করার কৌশল

স্মার্টফোনকে সিসি ক্যামেরা করার কৌশল

সংগৃহীত

ঘরে না থাকা অবস্থায় নিরাপত্তার খবর জানায় সিকিউরিটি ক্যামেরা। কিন্তু সিকিউরিটি ক্যামেরার কাজ সহজেই করতে পারে স্মার্টফোন। অ্যান্ড্রয়েড বা আইফোনকে সিকিউরিটি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে প্রথমেই প্রয়োজন হবে সিকিউরিটি ক্যামেরা অ্যাপ।

গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে সার্চ করলে অসংখ্য সিকিউরিটি ক্যামেরা অ্যাপের খোঁজ মিলবে। যার মধ্যে অন্যতম হলো অ্যালফ্রেড নামের অ্যাপ, যা ক্রস-প্ল্যাটফর্ম সমর্থন করে। ফলে অ্যান্ড্রয়েড বা আইফোন, যে কোনো ডিভাইসে অ্যাপটি সহজেই ব্যবহার করা যায়।

প্রথমে নতুন স্মার্টফোনে অ্যালফ্রেড অ্যাপ ডাউনলোড করে ওপেন করতে হবে। তারপর স্টার্ট অপশনে ট্যাপ করলে ভিউয়ার ও ক্যামেরা নামে দুটি বাটন পাওয়া যাবে। ক্যামেরাতে ক্লিক করলে পরের ধাপে নিয়ে যাবে। এখানে সাইন-ইন পেজ দেখা যাবে।

গুগলের মাধ্যমে সাইন ইন করলেই অ্যাপটি সচল হবে। ক্যামেরাকে মনিটর করার জন্য অন্য আরেকটি অ্যান্ড্রয়েড ফোনে একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে শুরুতে ভিউয়ার ও ক্যামেরা অপশন দুটির মধ্যে ভিউয়ার নির্বাচন করতে হবে। এভাবে সহজেই স্মার্টফোনের মাধ্যমে সিকিউরিটি ক্যামেরায় মনিটর করা যায়।