ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি।

ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃতরা হলেন- ভাঙ্গা উপজেলার ডাঙ্গারপাড় গ্রামের নিখিল সরকারের ছেলে সমীর সরকার (২২), একই উপজেলার গঙ্গাবর্দী গ্রামের মো. রাকিবুলের স্ত্রী সানজিদা বেগম (২৭)। এ নিয়ে ভাঙ্গায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে তারা জ্বরে আক্রান্ত বাড়িতে চিকিৎসা নেন। এরপর তারা ভাঙ্গা হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে ডেঙ্গু আক্রান্তে শনাক্ত হয়। কয়েকদিন চিকিৎসার নেওয়ার পর তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে ও ভোরে ভাঙ্গায় মারা যায় ২ জন। মৃত্যুর সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শ্রীতম কুমার পাল জানান, ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ফরিদপুর মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জন মারা যাওয়ার খবর শুনেছি।