ইসরায়েলি সেনাদের গুলিতে হামাস সদস্য নিহত

ইসরায়েলি সেনাদের গুলিতে হামাস সদস্য নিহত

সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রামাল্লার উত্তর-পূর্বাঞ্চলের আল-বিরহে দখলদার বাহিনীর ছোড়া গুলির আঘাতে মোহাম্মাদ জিব্রিল রুমানেহ মারাত্মক আহত হওয়ার পর মারা যান। সেখানে সংঘর্ষে আরও এক ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। তবে তার ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

হামাসের বিবৃতিতে নিহত রুমানেহ’কে তাদের সংগঠনের একজন সদস্য হিসেবে আখ্যায়িত করা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামলাকারীরা আল-বিরহের পার্শ্ববর্তী এলাকা সাগোটের বসতি সংলগ্ন একটি সামরিক ফাঁড়িতে ককটেল ছুড়ে মারে। ইসরায়েলি সেনারা সন্দেহভাজনদের শনাক্ত করে সরাসরি গুলি করে। এতে দুই হামলাকারী গুলিবিদ্ধ হলে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের কমপক্ষে ২৪২, ইসরায়েলের ৩২, ইউক্রেন ও ইতালির একজন করে নাগরিক নিহত হয়েছেন।