বিএনপি নেত্রী শাহিদা আক্তারের জানাজা শেষে ঢাকায় দাফন

বিএনপি নেত্রী শাহিদা আক্তারের জানাজা শেষে ঢাকায় দাফন

ছবিঃ সংগৃহীত।

বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাহিদা আক্তার রিতা (৬৬) ভারতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ইন্তেকাল করেন। নিজ গ্রামে জানাজা শেষে সোমবার (০২ অক্টোবর) ঢাকার বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

সোমবার (০২ অক্টোবর) ঢাকা থেকে হেলিকপ্টারে তার মরদেহ দেওয়ানগঞ্জ নেওয়া হয়। তার জন্ম ভূমি চিকাজানীর বাড়িতে নেওয়া হলে শোকার্ত মানুষের ভিড় জমে প্রিয় নেত্রীকে দেখার জন্য। দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জানাজা শেষে পুনরায় হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়। 

তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিভিন্ন নেতারা শোক প্রকাশ করেছেন।

শাহিদা আক্তার রিতা ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের কোষাধ্যক্ষ এবং জেলা মহিলা বিএনপির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।