ইতালিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২১

ইতালিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২১

সংগৃহীত

ইতালির ভেনিসের কাছে একটি ফ্লাইওভার থেকে বাস খাদে পড়ে ২ শিশুসহ ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) মেস্ত্রে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি উড়াল সেতু থেকে মেস্ত্রে রেললাইনের কাছে ছিটকে পড়ে। উড়াল সেতুটি মূল ভূখণ্ডের সঙ্গে ভেনিসকে সংযুক্ত করেছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

ভেনিস শহরের মেয়র লুইজি ব্রুনেরো বলেন,‘এটি একটি ভয়াবহ দৃশ্য, আমি বাকরুদ্ধ।’ এই ঘটনায় শহরে শোক ঘোষণা করেছেন তিনি।

স্কাই ইতালিয়া জানিয়েছে, বাসটি খাদে পড়ার পর আগুন ধরে যায়। এখন পর্যন্ত ২১টি মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অনেক আহত হয়েছেন।

এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি ‘গভীর শোক ও দুঃখ’ প্রকাশ করেছেন।