গুরুত্বপূর্ণ মেসেজ ‘পিন’ করা যাবে হোয়াটসঅ্যাপে

গুরুত্বপূর্ণ মেসেজ ‘পিন’ করা যাবে হোয়াটসঅ্যাপে

ফাইল ছবি

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে বিশেষ কোনো চ্যাট আপনি চাইলে পিন করে রাখতে পারবেন। সর্বশেষ অ্যানড্রয়েড হোয়াটসঅ্যাপ বেটায় (সংস্করণ ২.২৩.২১.৪) এই ফিচার চালু হয়েছে।

ডব্লিউএবেটাইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, এই আপডেট এখনো সবার জন্য দেওয়া হয়নি। নির্বাচিত কিছু বেটা ব্যবহারকারীদের জন্য এই আপডেট দেওয়া হয়েছে। এই আপডেটের মাধ্যমে বেটা ব্যবহারকারীদের নতুন ফিচার ব্যবহার করে পারবেন।

আপডেটটি ইনস্টল করার পরে ব্যবহারকারীরা নির্দিষ্ট কিছু মেসেজের জন্য পিন অ্যাকশন ফিচার দেখতে পাবেন। এটির মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটবক্সের একদম উপরে মেসেজটি পিন করতে পারবেন। এর ফলে ব্যবহারকারীরা ঘন ঘন ব্যবহৃত মেসেজগুলোর দ্রুত অ্যাক্সেস করতে সক্ষম হবেন।

প্রতিবেদনে বলা হয়েছে পিন করা মেসেজগুলো আপনি কতক্ষণের জন্য রাখতে চান, তার অপশন পাবেন। ব্যবহারকারীরা ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৩০ দিনের অপশনগুলি বাছাই করতে পারবেন। আবার কেউ এর মধ্যে চাইলে পিন করা মেসেজটি সরিয়েও দিতে পারেন। আপাতত এই ফিটার বিটা ব্যবহারকারীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

এই ফিচারটি এখন পরীক্ষার পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে এই ফিচারটি কবে প্রকাশ্যে আসবে না নিয়ে আপাতত কিছুই বলা হয়নি।