খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে সমাবেশ করেছে ইউএলএফ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে সমাবেশ করেছে ইউএলএফ

ছবিঃ সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুরে রাজশাহী আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করে ইউনাইটেড ল’ইয়ার্স ফন্টের (ইউএলএফ) রাজশাহী শাখা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পারভেজ তৌফিক জাহেদী। তিনি বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমন অবস্থায় তিনি মুক্তি পাওয়ার যোগ্য। তারপরও প্রতিহিংসার কারণে সরকার তার মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করছে না। খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউএলএফের রাজশাহী শাখার আহবায়ক অ্যাডভোকেট আবুল কাশেম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মিজানুল ইসলাম, অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট রইসুল ইসলাম, অ্যাডভোকেট মাহমুদুর রহমান রুমন, অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী রুমি প্রমুখ।