চার কর্মকর্তা কোবিড-১৯ সংক্রামিত হওয়ায় পাবনা ইসলামী ব্যাংক শাখা লকডাউন

চার কর্মকর্তা কোবিড-১৯ সংক্রামিত হওয়ায় পাবনা ইসলামী ব্যাংক শাখা লকডাউন

ছবিঃ সংগ্রহীত

পাবনা প্রতিনিধি:পাবনা ইসলামী ব্যাংকের ৪ কর্মকর্তার করোনা পজেটিভ আসা এবং ২১ জন কর্মকর্তা- কর্মচারী অসুস্থ হয়ে পড়ায়  রোববার (৭ জুন) ব্যাংক কর্তৃপক্ষ লকডাউন ঘোষণা করেছেন। রোববার সকালে ব্যাংকের গেটে সাদা কাগজে লকডাউন লেখা  নেটিশ সাটিয়ে দেয়া হয়। ফলে পাবনা শহরে অবস্থিত একমাত্র ইসলামী ব্যাংকের শাখাটি বন্ধ থাকায় বিপুল সংখ্যক গ্রাহকরা চরম সমস্যায় নিপতিত হলেন।

ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, ১০ জন কর্মকর্তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল। এর মধ্যে ৪ জনের করোনা পজেটিভ আসে। যে কারণে ব্যাংক কর্তৃপক্ষ লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত নেয়।

কর্মকর্তারা বলেছেন, অসুস্থ কর্মকর্তা-কর্মচারী সুস্থ না হওয়া পর্যন্ত ব্যাংকটি বন্ধ থাকবে।